গাজীপুর জেলাধীন ও গাজীপুর মহানগরীর টঙ্গী অঞ্চলের ৪৮নং ওয়ার্ডে অবস্থিত টঙ্গী ইসলামিয়া আলিম মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন মরহুম শেখ মদনের কৃতি সন্তানর মরহুম আলহাজ্ব এস কে মান্নান। তিনি একজন শিক্ষানুরাগী, দানবীর ও সমাজ সেবক ছিলেন।
আলহাজ্ব এস কে মান্নান মাদ্রাসার জমি দান করেন ১৬.৫ শতাংশ এবং তার মরহুমা স্ত্রী হলেকা বিবি দান করেন ২১.৭৫ শতাংশ। ০১/০১/১৯৮৭ সালে মাদ্রাসাটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল ৯ম শ্রেনী খোলার অনুমতি পায় ০১/০১/১৯৮৯ সালে, দাখিল স্তরের স্বীকৃতি লাভ করে ০১/০৭/১৯৯১ সালে, আলিম ১ম বর্ষ খোলার অনুমতি পায় এবং ০১/০৭/১৯৯৫ সাল থেকে আলিম শ্রেনীর স্বীকৃতি লাভ করেন। দাখিল ৯ম শ্রেনীতে বিজ্ঞান খোলার অনুমতি পায় ০১/০১/১৯৯০ সাল থেকে, আলিম শ্রেনীতে বিজ্ঞান খোলার অনুমতি পায় ০১/০৭/২০০১ সাল থেকে। বর্তমানে মাদ্রাসায় ৩টি ভবন আছে। দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে মাদ্রাসাটি পাঠদান অব্যাহত আছে। মাদ্রাসার ফলাফল আলহামদুলিল্লাহ সন্তোষজনক।